সিলেবাস ও পাঠ্যক্রমসহ তদবিষয়ে অনুষদীয় সভার সিদ্ধান্তাবলী শিক্ষা পরিষদের অনুমোদনের লক্ষ্যে ব্যবস্থ্যদি গ্রহণ সহ ছাত্র বৃত্তি, শেষ বর্ষ/লেভেল পর্যন্ত ছাত্র/ছাত্রীর পরিসংখ্যাণসহ ব্যক্তিগত নথি, পরীক্ষাসমূহের ফলাফল সংরক্ষণ, ইস্যু ও রিসিপ্ট সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের সমন্বয় সাধন।
১. সিন্ডিকেট, শিক্ষা পরিষদ এবং সিলেকশন কমিটির সভা আহ্বান সংক্রান্ত কার্যাবলীর সহায়তা প্রদান।
২. সিন্ডিকেট, শিক্ষা পরিষদ, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং সিলেকশন কমিটির সভার বিবেচ্যসূচীর ও সিদ্ধান্তাবলীর উদ্বৃতাংশ যথাযথভাবে যথাস্থানে প্রেরণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালনায় সঠিকভাবে রেজিস্ট্রারকে সহায়তা প্রদান।
৩. ষ্টাট্যুটরী বডি সমূহের সদস্যদের মনোনয়ন প্রস্তাব প্রক্রিয়ান্বিতকরণ ও পরবর্তী কার্যব্যবস্থা গ্রহণ।
৪. যাবতীয় আইন/সিদ্ধান্ত/ষ্ট্যাট্যুটস/রুলস এন্ড রেগুলেশনসমূহের সংরক্ষণ ও সংশোধন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।
৫. যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন।
৬. শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীগণকে নৈমিত্তিক ছুটি ও অর্জিত ছুটি মঞ্জুরীর সুপারিশ, বার্ষিক প্রতিবেদন প্রণয়ন ও রেজিস্ট্রারের প্রতিস্বাক্ষরের জন্য প্রক্রিয়াকরন।